কেমুসাসের ১১৭৫তম সাহিত্য আসর অনুষ্ঠিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ১০:০৬ মিনিট
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, সিলেটের সাহিত্য আন্দোলনে কেমুসাস সাপ্তাহিক সাহিত্য আসরের একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ১১৭৫ তম আসর চলছে। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। বিগত দিনে এই আসর থেকে অনেক বড় বড় লেখকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর ’২৩) সন্ধ্যায় কেমুসাসের ১১৭৫ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে আসরে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেন, একজন লেখকের অবশ্যই অহম থাকতে হয়। নিজের প্রতি নিজের বিশ^াস থাকতে হয়। লেখক কারো দয়ায় কিংবা কারো পাশে দাঁড়িয়ে ছবি উঠিয়ে লেখক হয় না। সে লেখক হয়ে ওঠে তার নিজের পাঠ, আত্মবিশ^াস ও সাধনার মাধ্যমে। আজকের সাহিত্যকর্মীদের একথা মনে রাখতে হবে।
কেমুসাসের জীবন সদস্য ও সাহিত্যকর্মী কামাল আহমদের সঞ্চালনায় আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও সৈয়দ রেজাউল হক। আসরে লেখাপঠে অংশ নেন সিরাজুল হক, আতাউর রহমান বঙ্গী, দিদার আহমদ, নাওয়াজ মারজান, সাইয়্যিদ মুজাদ্দিদ, জুবের আহমদ সার্জন, অরুপ নাগ ও কুবাদ বখত চৌধুরী রুবেল।