ব্যাকলগ কমিয়ে দ্রুত যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউ আয়োজনের দাবি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৭:৩২ মিনিটবাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্র গমনে প্রত্যাশী পরিবারের সদস্যদের ভিসা প্রসেসিং দ্রুত করার দাবিতে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ইউএসএ ইমিগ্রেশন ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফ্রম বাংলাদেশ’ গতকালশুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর এক অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। কে. এম শফিকুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডমিন প্যানেল সদস্য সৈয়দ মন্জুরুল হক, মডারেটর আবু তালেব শামীম, মাহবুব রেজওয়ান, জাহিন ইসবাত চৌধুরী, সদস্য কমল সিদ্দিকি, ব্লসম হোটেল লি. এর ম্যানেজিং পার্টনার হাসান মন্ডল প্রমুখ।
যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হন এডমিন জাবেদ আহমদ, মো: মিনহাজ উদ্দিন ও তরুন কুমার ধর। সভায় উপস্থিত সদস্যরা দীর্ঘ দুই বছর ধরে কোভিড-১৯ জনিত কারণে সৃষ্ট ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। ব্যাকলগের কারণে পরিবারের অনেক সদস্য এইজ আউট হয়ে যাচ্ছেন, এমনকি অনেক এপ্লিকেন্ট ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। ফলশ্রুতিতে আমেরিকায় পরিবারের সকল সদস্য একসঙ্গে থাকার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তারা ইন্টারভিউ স্লট বৃদ্ধি ও পেন্ডিং কেসগুলো দ্রুত সম্পন্ন করে ব্যাকলগ কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য এন.ভি.সি ও ঢাকা দূতাবাসের প্রতি অনুরোধ করেন। একইসঙ্গে ভিসা বুলেটিন-এর চার্ট-এ দ্রুত অগ্রসর করার দাবী জানান।
এডমিন প্যানেল সদস্যরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য স্টেট ডিপার্টমেন্ট ও দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেন। তাছাড়া পিটিশনারদের নিয়মিত ইউএস কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করে ব্যাকলগের কারণে সৃষ্ট সমস্যার কথা জানানাের জন্য অনুরোধ করেন।
সভায় ফ্যামিলি বেইসড ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ”ইউএসএস ইমিগ্রেশন ভিসা পেন্ডিং কেস হোল্ডারস ফরম বাংলাদেশ” এর এডমিন মো: মিনহাজ উদ্দিন, তরুন কুমার ধর, মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরী, মাহবুব রেজওয়ান, এবং জাহিন ইসবাত চৌধুরী।
আলোচকরা যথাসময়ে বিড়ম্বনা ছাড়া ভিসা পেতে আবেদনকারীদের ইউ.এস.সি.আই.এস এর গাইডলাইন অনুযায়ী যাবতীয় প্রসেসিং যতটা সম্ভব নিজে সম্পন্ন করা এবং মিথ্যা তথ্য প্রদান ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে এমপ্লয়মেন্ট বেইসড ইমিগ্রেশন ভিসা ইবি-৩ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জি. এম. এন এর ডাইরেক্টর ও কান্ট্রি ম্যানেজার রাসেল মাহবুব প্রমুখ।
উল্লেখ্য এই অনুষ্ঠানে সভার কো-স্পন্সর হিসাবে ছিল হোটেল ব্লসম লিমিটেড, জি এম এন, এস কিউ গ্রুপ ও পান্না ডিজিটাল স্টূডিও সিলেট।