কানাইঘাট থানা পুলিশ এর বিশেষ অভিযানে ৩৯ বস্তা ভারতীয় চিনি সহ ০১ জন আসামী গ্রেফতার
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ মিনিটসিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় ইং ২৬/০৮/২০২৩ তারিখ রাত ২২.২০ ঘটিকার সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান এর নেতৃত্বে এসআই(নিঃ)/পীযূষ চন্দ্র সিংহ, এএসআই(নিঃ)/ জমির হোসেন সঙ্গীয় ফোর্স সহ কানাইঘাট থানাধীন উজান বারাপৈত পূর্ব সাকিনস্থ প্রবাসী জনৈক আব্দুর রশিদ এর বাড়ীতে তল্লাশী করে ভারতীয় চিনি চোরাকারবারী ১. তানজিলুর রহমান(২০), পিতা-আব্দুর রশিদ, গ্রাম- উজান বারাপৈত পূর্ব, থানা- কানাইঘাট, জেলা -সিলেটকে ৩৯ (উনচল্লিশ) বস্তা চিনি সহ গ্রেফতার করে। তখন আসামী ২. ইবজালুর রহমান (৪০), পিতা-আজিজুর রহমান ,গ্রাম- উজান বারাপৈত পূর্ব ৩. গিয়াস উদ্দিন(২৪), পিতা-আব্বাসুর রহমান, গ্রাম- কেউটি হাওর (কেরকেরি), ৪. হারিছ আহমদ(৩৫), পিতা-মৃত সরাফত আলী, গ্রাম- ভাল্লুক মারা, সর্ব থানা- কানাইঘাট, জেলা -সিলেটগণ কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে এএসআই/জামির হোসেন বাদী হইয়া এজাহার দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৯/২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b) রুজু হয়।
গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।