পরলোকে সাংবাদিক শংকরের শাশুড়ি, আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১:১৬ মিনিটসিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক শংকর দাসের শাশুড়ি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য সুব্রত দাসের কাকি সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বারিন্দ্র কুমার দাসের সহধর্মিনী অনিমা রানী রায় পরলোক গমন করেছেন।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী।
অনিমা রানী দাস দুই ছেলে দুই মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।
রোববার বিকেলের দিকে বালাগঞ্জের নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া কথা।
এদিকে অনিমা রানী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার শান্তি কামনা করেছেন।