মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ মিনিটমহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩০ বাংলার কার্যকরী পরিষদের এক সভা গত ২২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১০টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, পৃষ্ঠপোষক অশোক রঞ্জন চৌধুরী, সহ সভাপতি শিলা চৌধুরী, নিধীর রঞ্জন সূত্রধর, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, সহ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, উত্তম ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক সুশান্ত বণিক সলিল চন্দ্র রায়, ঋষিকেশ দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদিকা শিক্ষয়িত্রী পরাগ রেণু দেব তমা, শিক্ষয়িত্রী সীমা রাণী সরকার, সহ প্রচার সম্পাদক লিটন দে, সদস্য হিমাংশু লাল গুণ, অশোক কুমার রায়, সনৎ চন্দ্র দেবনাথ, অমর দাশ, জীবন দাস, বাসন্তী দে, সুধাময় চক্রবর্ত্তী, মানস তালুকদার প্রমুখ।
সভায় বিভিন্ন উপ-কমিটির সমূহকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকার আহবান জানানো হয়। উপ-কমিটির সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দকে নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মণিপুরী রাজবাড়ীস্থ শ্রীহট্ট লোকনাথ বাবার মন্দিরে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে।
সাপ্তাহিক সভা যথারীতি আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।
উভয় সভায় পরিষদের সম্মানীত উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, শুভাকাঙ্খী ও উপ-কমিটি সমূহের আহবায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩০ বাংলার কার্যকরী পরিষদের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ, সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস। বিজ্ঞপ্তি