জিয়া স্মৃতি পাঠাগার সিলেট মহানগর কার্যালয় পরিদর্শনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৮ মিনিট
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো : জহির দীপ্তি গত বুধবার ( ১৩ সেপ্টেম্বর ২০২৩) রাতে নগরীর তাঁতীপাড়াস্থ সিলেট মহানগর পাঠাগার পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেইনসহ পাঠাগার কমিটির নেতৃবৃন্দ। এসময় এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন,’ বইয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন করা ছাড়া মননশীলতা চর্চা সম্ভব নয়। দিনে দিনে আমরা পাঠ্যাভ্যাস থেকে দূরে সরে যাচ্ছি,ভবিষ্যত প্রজন্মের হাতে আমাদের প্রয়োজনেই বই তোলে দিতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেইন বলেন,’সিলেটে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম আমাদের স্থানীয় ও রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়।’ তিনি পাঠাগারের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাঠাগারের সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: আব্দুল মুকিত অপির পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন পাঠাগারের সিনিয়র সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন,সহসভাপতি নিগার সুলতানা ডেইজী,সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী,সুদীপ জ্যোতি এষ,সহসভাপতি আব্দুল মান্নান রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পাঠাগারের সিনিয়র যুগ্ম সম্পাদক এটিএম বেলায়েত হোসেন মোহন,প্রচার সম্পাদক মো: জুবায়ের আহমদ,সহ প্রচার সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম সজীব,সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম মেনন,অর্থ সম্পাদক মো: নাসিমুল বারী নোমান,সম্মানিত সদস্য এডভোকেট জাফর ইকবাল তারেক,সম্মানিত সদস্য এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন,সদস্য আশিকুর রহমান তারেক, সিলেট মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনি,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ।