প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৩, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
ব্যবধান

মাজেদা বেগম মাজু :
আমার আকাশ জোছনা বিলায়
নিঝুম হলে রাত,
তোমার আকাশ যখন তখন
ঘটায় বজ্রপাত।
আমার নদী হাসে যখন
নীলাম্বরী ছোঁয়ায়,
তোমার নদী সব হারিয়ে
করে যে হায় হায়।
আমার কানন থাকে যখন
পুষ্প কুঞ্জে ঢাকা,
তুমি তখন কাটাও সময়
নিরজনে একা।
আমার রথে আমি যখন
নিজেই সারথি,
তুমি তখন হাত বাড়িয়ে
পাও না কোন সাথী।
আমার মনে নিত্য ফাগুন
করে আনাগোনা,
তোমার মনে আষাঢ়-শ্রাবণ
রয় যে অজানা।
আমি যখন ভেসে বেড়াই
মন পবনের নায়,
ঘোরে থাকা তোমার তখন
কি-বা আসে যায়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল, সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
অফিসঃ সিলেট সিটি সেন্টার, রুম- ৯০৬ (এ), ৯ম তলা,জিন্দাবাজার, সিলেট।
মোবাইলঃ ০১৭১১৩৩৪৬৪১, ০১৭৩০১২২০৫১
email : syfdianews@gmail.com
Copyright © 2023 Sylhet Express. All rights reserved.