ব্যবধান
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৯ মিনিট
মাজেদা বেগম মাজু :
আমার আকাশ জোছনা বিলায়
নিঝুম হলে রাত,
তোমার আকাশ যখন তখন
ঘটায় বজ্রপাত।
আমার নদী হাসে যখন
নীলাম্বরী ছোঁয়ায়,
তোমার নদী সব হারিয়ে
করে যে হায় হায়।
আমার কানন থাকে যখন
পুষ্প কুঞ্জে ঢাকা,
তুমি তখন কাটাও সময়
নিরজনে একা।
আমার রথে আমি যখন
নিজেই সারথি,
তুমি তখন হাত বাড়িয়ে
পাও না কোন সাথী।
আমার মনে নিত্য ফাগুন
করে আনাগোনা,
তোমার মনে আষাঢ়-শ্রাবণ
রয় যে অজানা।
আমি যখন ভেসে বেড়াই
মন পবনের নায়,
ঘোরে থাকা তোমার তখন
কি-বা আসে যায়।