জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ মিনিটআবদুল আহাদ, যুক্তরাষ্ট্র, করেসপন্ডেন্টঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে তার এবারের নিউইয়র্ক সফর। সফরকালে তিনি ২২ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘে ভাষন দেয়া ছাড়াও একই দিন সন্ধ্যায় প্রবাসী নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। তবে, প্রতিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর উদ্যোগে তার সংবর্ধনা আয়োজন করা হলেও এবার এ আয়োজনটি করছে নিউয়র্ক মহানগর আওয়ামী লীগ।যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আসছেন। আগামী ১৭ সেপ্টেম্বর তিনি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠা ডা. মাসুদুল হাসান জানান, ২২ সেপ্টেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি জাতিসংঘ সদর দফতরে ভাষন দেবেন। ওইদিনই তার সম্মানে নিউয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে নাগরিক সংবর্ধন বর্তমান সরকারের চলতি মেয়াদে এটিই হতে পারে শেখ হাসিনার সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর। ফলে এ সফর নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে আলাদা উদ্দীপনা। গত কয়েক বছর ধরে জাতিসংঘে প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার সময় জাতিসংঘ সদর দফতরের বাইরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তি সমাবেশের আয়োজন করেন। এবারও ২২ সেপ্টেম্বর যথারীতি ইউএন এর সামনে শান্তি সমাবেশ হবে বলে জানালেন নেতারা। প্রতিবছর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা হলেও এবারের আয়োজনটি করছে নিউয়র্ক মহানগর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশেই এমনটি হচ্ছে বলে জানালেন নেতারা। চলতি বছর ওয়াশিংটনে শেখ হাসিনার সফরের সময় বিরোধীদলের বিক্ষোভের কারণে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে সব কর্মসূচি পালিত হবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।