রাতের রানি আমার ঘরে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৪ মিনিট
আলেয়া রহমান :
আমার বাবার বাড়ি থেকে একটি পাতা এনে বারান্দায় টবে লাগিয়েছিলাম। পাতাটি পাথরকুচি পাতার মতো পুরু এবং সবুজ। একটু লম্বা পাতাটি নরম মাটিতে পাতা পুঁতে রেখেছিলাম।
সেই পাতা থেকেই একটি গাছ, নাইট কুইন ফুলের গাছ। মাশাআল্লাহ অল্পদিনের মধ্যেইগাছটি বেশ বড়ো সড়ো হয়ে যায়। তারপর শুরু হয় আমার প্রতীক্ষা। একসময় ফুটতে শুরু করে ফুল। দু থেকে তিন মাস অন্তর ফুল ফোটে। বলতে গেলে সারা বছরই ফুল পাই।
আজ এক সপ্তাহের কথা, কয়েকদিন আগে ফুটেছে একটি। এরপর দুটো। তারপর তিনটি। সপ্তাহখানেক আগে একসাথে ফুটেছে সাতটি।
ফুল ফোঁটার আগে প্রথমে পাতার মাঝে গুটি গুটি কলি বের হয়। এর পর কলি বড় হয়ে ১৪থেকে১৫দিনের মাথায় ফুল ফোটার উপযুক্ত হয়। যে দিন ফুল ফুটবে সে দিন বিকেল হলেই কলিগুলো অদ্ভুতভাবে সাজতে থাকে। তখনই বুঝা যায়, ফুলটি রাতেই ফুটে যাবে। আমার টবে যখন ফুল ফুটতে শুরু করে, আমি অধীর আগ্রহে তখন ফুলের সৌন্দর্য ও সুবাস উপভোগ করার জন্য অপেক্ষায় থাকি। এক সময় কাংখিত ফুল রাতের আঁধারে আমার বারান্দা আলোকিত করে তার সৌন্দর্য ও সুবাস ছড়ায়। লম্বা বোঁটায় নমনীয় কোমল পাপড়ি ধারা আবৃত নাইট কুইন মাঝখানে পরাগ। ফুলের রং ধবধবে সাদা। মাঝখানে ঘিয়ে রংগের মিশ্রণ ও মিষ্টি গন্ধ। রাত শেষ হওয়ার আগেই ফুলটি নেতিয়ে যায়। অর্থাৎ ভোরের আলো ফোটার আগেই তার জীবনের ইতি ঘটে। প্রথম যেদিন আমার গাছে নাইট কুইন ফোটে সে দিন আমি মেয়ে ইভা, নানু মনি ইহান ও ছেলে অনিক বাসায় ছিল কী যে আনন্দ! অনিক তার মোবাইল ভিডিও অন করে ফুল ফোটা থেকে শেষ পর্যন্ত ধারণ করে। আজ অনিক দূরদেশ, ইভা -ইহান তাদের বাসায়। আমি আর নানুমনি সামি শুধু নাইট কুইনের সুবাস ও সৌন্দর্য অনুভব করছি। ভালোবাসি ফুল, ভালোবাসি প্রকৃতি। ভালো থাকুক পৃথিবীর যত নাইট কুইন।
ছোট্ট তথ্য: নিশিপদ্ম বা নাইট কুইন নাম শুনলেই বুঝা যায়, রাতের আঁধার আলোকিত করে ফোটে ফুলটি। সৌন্দর্য -সৌরভ এবং প্রস্ফুটন সব মিলিয়ে ফুলটি রানির আসন জুড়ে নিয়েছে। ফুলটির নামকরণও স্বাথক। লোকমুখে শুনতাম ফুলটি দূষ্প্রাপ্য, সহজে ফুলটির দেখা মেলে না। মনে করা হয় যে বাড়িতে ফুলটি ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে আনে। সন্ধ্যা থেকেই ফুল ফোটা শুরু হয়। আস্তে আস্তে এক সময় সবগুলো পাপড়ি অপার সৌন্দর্যে চারদিক মেলতে থাকে। ক্যাকটাস জাতীয় এ ফুলটির আদি বাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও মেক্সিকো। ফুলপ্রেমী মানুষের হাত ধরেই আমাদের দেশে আসে। বর্তমানে বাসা -বাড়ি বিভিন্ন জায়গায় নাইট কুইন চোখে পড়ে। নাইট কুইন বর্ষার ফুল। অন্য সব ফুলের থেকে আলাদা। চারা গাছ থেকে ফুল ফুটতে সময় নেয় পাঁচ থেকে সাত বছর।
২৬ আগস্ট ২০২৩