ক্যাপিটলে দাঙ্গা: প্রাউড বয় নেতার ১৭ বছরের কারাদণ্ড
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৯ মিনিটআবদুল আহাদ, যুক্তরাষ্ট্র, করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রের উগ্রডানপন্থী সংগঠন প্রাউড বয় নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় নেতৃত্ব দেওয়ার জন্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনি এই দণ্ডে দণ্ডিত হয়েছেন।
প্রসিকিউটরা জানিয়েছেন, ৩৮ বছর বয়সী সাবেক মার্কিন সেনা জো বিগস ৬ জানুয়ারি ২০২১ সালে কংগ্রেসে দাঙ্গার মূল হোতা ছিলেন। বিগসকে মে মাসে বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যার মধ্যে দেশবিরোধী ষড়যন্ত্র, ভীতি প্রদর্শন বা কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা ও নাগরিক বিশৃঙ্খলার সময় আইন প্রয়োগে হস্তক্ষেপ করা। তবে আদালতে বিগস তার কর্মের জন্য অনুশোচনা করেছিলেন।
আদালতে অশ্রুসিক্ত বিগস নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে বলেছিলেন, দাঙ্গার দিনে আমি আবেগের বশবর্তী হয়ে যাই। আমি শুধু এগিয়ে গেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, আমি সন্ত্রাসী নই। আমার অন্তরে ঘৃণা নেই। আমি জানি, আমাকে শাস্তি পেতে হবে।
প্রাউড বয়-এর আরেক নেতা জাচারি রেহলকে বৃহস্পতিবার ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন আগের বছরের নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট