বঙ্গবীর তিনি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৭ মিনিট
হারান কান্তি সেন :
মেট্রিকে সারা ভারতে প্রথম
সোজা কথা নয় তা একদম
এই ফলে পান প্রায়োটোরিয়া
বৃটিশ প্রাইজে কে না মরিয়া
স্নাতক পাশ করে সেনা বাহিনী
যোগ দিতে নেই কোন কাহিনী
বৃটিশ রাজের তিনি মেজর
করতে তাকে করেনি ওজর
পাক সেনা দলে কর্নেল হন
বাংলাদেশ তিনি সেনা প্রধান
ছোটখাটো দেহ মহান যোদ্ধা
রণ নীতিতে বড় এক বোদ্ধা
শ্রদ্ধায় যাকে করছি স্মরণ
বঙ্গবীর তিনি প্রিয় একজন।
মিশিগান, ইউএসএ