আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৯:২৬ মিনিট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের ফরমায়েশি রায় প্রদানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট অদ্য ৬ আগস্ট রবিবার সিলেট কোর্ট প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা করেছে। সভায় বক্তারা বলেন,’আইনের শাসনের প্রতি সরকারের কোনো শ্রদ্ধাবোধ নেই। সরকারের এই ফরমায়েশি রায় আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। ২০১৪ সালের পাতানো নির্বাচন এবং ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচনে জয়ী সরকার শেখ হাসিনার সকল মামলা প্রত্যাহার করলেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন অভিযোগের সকল মামলায় সাজার ব্যবস্থা করেছে।’ বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ দিয়ে বলেন,’দেশের মানুষ আজ জেগে ওঠেছে,পালাবার পথ পাবে না এই সরকার।’
আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক,সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন,ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন,সিনিয়র আইনজীবী এডভোকেট আশিকুর রহমান,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন,জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ,ফোরামের যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ,জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি,ফোরামের সহ সাধারণ সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী,সহ সাধারণ সম্পাদক এডভোকেট জাফর ইকবাল তারেক,অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত,দপ্তর সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম সজীব,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোবারক হোসেন রনি,মিডিয়া বা সংবাদ বিষয়ক সম্পাদক এডভোকেট মো : আব্দুল মুকিত( অপি), তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ফোরামের সদস্য এডভোকেট খুরশেদ আলম,এডভোকেট মো.মুহিবুর রহমান,এডভোকেট লিয়াকত আলী,এডভোকেট মো: রাজ্জাক খান রাজ,এডভোকেট এবিএম শিপন,এডভোকেট হানিফ উদ্দিন,এডভোকেট জাহিদুল হক জাবেদ,ফোরামের সাংগঠনিক সম্পাদক তানভীর আখতার খান প্রমুখ।