

সৃজনশীল ধারার চলচ্চিত্র নির্মাণে তরুণদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে সিলেটে এক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ঢাকা ডকল্যাবের উদ্যোগে সিলেট আর্ট কলেজের সহযোগিতায় আয়োজিত ৪ দিনব্যাপী এ কর্মশালা আগামী ২৩ শে ডিসেম্বর থেকে সিলেট আর্ট কলেজ মিলনায়তনে (এ/৩৫, কুমারপাড়া) শুরু হবে। কর্মশালায় মনোনীত ২০ জন প্রশিক্ষণার্থীকে অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতাদের তত্ত্বাবধানে প্রামাণ্যচিত্রের তাত্ত্বিক ধারণা, গল্পবলার কলাকৌশল এবং হাতেকলমে প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ দেয়া হবে। কর্মশালায় নির্মিত প্রামাণ্যচলচ্চিত্রগুলো নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া কর্মশালার দুজন প্রশিক্ষণার্থী আগামী মার্চে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত প্রামাণ্য চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদেরকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।
নাম নিবন্ধনে আগ্রহীদেরকে সিলেট আর্ট কলেজ ( ফোন ০১৭১২৭৩৭৩৯৯), সিলেট কৃষি বিশ^বিদ্যালয় চলচ্চিত্র সংসদ (০১৭১০১০৬২০০৭), এবং ঢাকা ডকল্যাব ( ০১৭১৭০৯৮৩৪৪)-এ ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।