বৃক্ষ আমাদের অকৃত্রিম ও নিঃস্বার্থ বন্ধু- আলহাজ্ব আশফাক আহমদ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২২, ৬:১৩ মিনিটবৃক্ষ আমাদের অকৃত্রিম ও নিঃস্বার্থ বন্ধু। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বৃক্ষায়ন, বনায়ন, সবুজায়ন, জীব বৈচিত্র সংরক্ষণ ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি গাছের যতœ ও পরিচর্যার জন্য স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষকদের আহবান জানান ।
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ গতকাল সোমবার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা চেতনা যুব পরিষদ সিলেট এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য কালে একথা বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা প্রধান শিক্ষক মো জহুর আহমদ চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাসিবের পরিচালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সিনিয়র শিক্ষক রিটন চন্দ্র দেবনাথ, অলক রঞ্জন পাল,বিকাশ রঞ্জন দাস, ঈমামা জামাল,সাইফুল আজম,নান্নু মিয়া,চেতনা যুবপরিষদের সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সাধারণ সম্পাদক, এইচ এম কাওছার,মৌলানা আমিন উদ্দিন,ডাক্তার মিসাবাউল হক,হাকিম আফরোজ হোসেন, আবু উমামা, আছাদুল হক প্রমুখ।