বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রী গুরুতর আহত, মুমূর্ষু অবস্থায় ওসমানীতে প্রেরন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ৮:৩৪ মিনিট
নওশিনের বাবা মোঃ জুয়েল মিয়া সপরিবারে পুটিজুরী বাজারের লন্ডন রেস্ট হাউজে ভাড়া বাসায় থাকেন। সোমবার বিকাল ৫টার দিকে বাজারের (ঈদগাহ সংলগ্ন) মমভিলায় নওশিন তার মায়ের সাথে পরিচিত একজনের বাসায় বেড়াতে যায়। সন্ধ্যা ৬ টার দিকে তার এক সহপাঠির সাথে দুতলা বিশিষ্ট এই বিল্ডিংটির চাদে ওঠে এবং বিল্ডিংটির পাশগেসে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে তারে নওশিনের হাত লেগে যায়।
এমতাবস্থায় তার সহপাঠীর চিৎকার শুনে বাজার থেকে লোকেরা গিয়ে দেখেন বিদ্যুতের তারে তার এক হাত এবং দুটি পা পুড়ে গেছে।
তাৎক্ষণিক ভাবে তাকে বাহুবল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট পেরন করেন। তার সাথে থাকা সাংবাদিক সাইফুর রহমান আজাদ জানিয়েছেন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নওশিনের চিকিৎসা চললেও তাকে ঢাকা ব্রান ইউনিটে রেফার করা হয়েছে।
উল্ল্যেখ যে নওশিন স্থানীয় পুটিজুরীর দ্যা মেরিট হোম হাইস্কুলের ১ম শ্রেণির ছাত্রী। তার বাবা মোঃ জুয়েল মিয়া গ্রামীণ ব্যাংক পুটিজুরী শাখায় দীর্ঘ দিন যাবত চাকুরী করে আসছেন। তার স্থায়ী নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়।