জেআরএফ ও ড্যাবের যৌথ ফ্রী মেডিকেল ক্যাম্প সোমবার
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৯:০৩ মিনিট
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ড্রিপুলস্থ ময়ুরকুঞ্জ কমিউনিটি সেন্টারে আগামীকাল সোমবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যৌথ উদ্যোগে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে বন্যা দুর্গত মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকগন ফ্রী ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করবেন।
রোববার বিকেলে অনুষ্টানকে সফল করতে বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি।
অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপি, জেআরএফ ও ড্যাবের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশিদ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরোশন এর মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি-র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব নেতৃবৃন্দের মধ্যে ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রফেসর ড.মোহাম্মদ ইকবাল, প্রফেসর খায়রুল ইসলাম রুবেল, ডা.মো. মেহদি হাসান, ডা.মো.ফখরুজ্জামান, ড. নাজমুল ইসলাম, দ.সুরমা উপজেলা বিএনপি-র সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ সহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ফ্রী মেডিকেল ক্যাম্প সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।