ভালোবাসতে যদি একটিবার…
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ১০:৪৪ মিনিট
জিয়াউর রহমান :
ভালোবাসতেই যদি,
অগোছালো হৃদয়কে কেন গুছিয়ে দিতে এলেনা?
কাছে আসার জন্য যদি পাহাড় ডিঙাতে হয়
শক্ত করে ধরার জন্য আমার হাতটি কী ছিল না?
অসহ্য যন্ত্রণায় পুড়ে যায় কারণে-অকারণে
ভালোবাসতে যদি,
কোনদিন কখনও কী খুঁজেছো পোড়ার মানে?
শরীরের সাথে মন থাকে বলেই, শরীর দামী হয়
আঘাত দিতে না চাওয়াকেই, ভেবেছো তোমার জয়!
শরীর-মনে পুষ্ট হলেই কী, মানুষ বলা যেতে পারে
মনুষ্যত্বহীন উন্মাদ, দায়িত্ব থেকে সরে যায় অগোচরে।
মাঝে মাঝে পুড়ে যায়, খেয়ালী মনের অনলে
ভালোবাসতে যদি আমায়
অহর্নিশ পুড়ে যাওয়াকে, কেউ কী প্রেম বলে?
হয়তো সুখে আছো, অন্য কারও বুকের নিঃশ্বাসে
ঠিক যতোটা আপন করেছিলে, তোমার বিশ্বাসে।
ভালোবাসতেই যদি,
হৃদয়ের জানালায় একবার এসে ডাকতে
এখন মনে হয় ভালোবাসোনি, এসেছিলে
ভালোবাসার অভিনয়টুকু ঠিকঠাক মতো ঢাকতে।
……………………
শেওড়াপাড়া, ঢাকা
সময়ঃ সন্ধ্যা ০৭ঃ৪০
২২.০৭.২০২২