ব্রুনাই যাওয়া হলোনা ইউসুফ আলীর:ছেলেকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেলো
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ৯:৫৩ মিনিট ব্রুনাই যাওয়া হলোনা ইউসুফ আলীর ছেলেকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেলো তার হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।
ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে ইউসুফ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ মোহাম্মদ আলী দৌড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌড়ে যান ইউসুফ আলীও। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপের চাপায় মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।
২৪ জুলাই ইউসুফ আলীর দক্ষিণ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।