ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র নার্স ইন্তেকাল

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটউটের পোস্ট আইসিইউ তে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সালমা আক্তার (৩০) বুধবার দুপুর ২.৩০ মিনিটের সময় ডেঙ্গু জনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তাঁর এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

মৃত্যুকালে তিনি তিন বছর বয়সী এক পূত্র, স্বামী , পিতা-মাতা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ি দিনাজপুরে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন