ফেরেশতা নই আমি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ মিনিট
শাহ মিজান :
আমি তো নই ফেরেশতা, তাই
ভুল করি যে হরহামেশাই।
কিন্তু ও ভাই, আপনি আমার
বিচার করার আগে,
নিশ্চয়তা দেন তো, নিজে
নিখুঁত শতভাগে।
তা যদি না হয়,
আমার দোষের খবর কেনো
বয়ে বেড়ান তয়?
আল্লাহ তা’লা রাখেন যদি
ক্ষমার দুয়ার খুলে,
আড়ালে ক্যান মাথা ঘামান
আপনি আমার ভুলে?
চান যদি ভাই শুদ্ধি তবে
আমায় কাছে ডেকে-
আমার যতো ভুল আছে সব
বলুন একে একে।
হয়তো আমি শুদ্ধ হবো
তাতেই হবে লাভ,
আপনিও ভাই পেতে পারেন
অসংখ্য সওয়াব।