সোয়েব বাসিতের বড় ভাইয়ের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ১:১৫ মিনিট
নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোয়েব বাছিতের বড় ভাই মুনশীপাড়া নিবাসী আক্তার বাছিত সুজা মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার (২৮ আগস্ট ২০২৩ইং) সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ভাই, পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।
আজ বাদ আসর শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।