বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের বিদায় সংবর্ধনা প্রদান
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ১০:১৯ মিনিট বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ২০২২ ব্যাচের তরুণ মেধাবী কর্মকর্তা জনাব অমিত সাহা’র ময়মনসিংহ অফিসে বদলী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর আয়োজনে ২৭ আগস্ট ২০২৩ বিকালে বিদায় সংবর্ধনা প্রদান।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ, সহ-সভাপতি মোঃ সাইফুল আলম ও মোঃ আব্দুল হাফিজ, সম্পাদক সিতাংশু শেখর রায়, অর্থ সম্পাদক সঞ্জয় দেব সজীব, অতিরিক্ত পরিচালক কালিপদ রায়, যুগ্ম পরিচালক শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, সহকারী পরিচালক প্রভাকর রায় এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে বই উপহার দেয়া হয়। এর আগে ২৪ আগস্ট ২০২৩ সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য বদলী হওয়া মোহাম্মদ শহীদুল্লাহ’র বাড়ি ঢাকায় এবং অমিত সাহা’র বাড়ি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়।