কবি তাবেদার রসুল বকুলের বোনের দাফন সম্পন্ন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৭:৩৯ মিনিটনিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট গবেষক কবি তাবেদার রসুল বকুলের বড়ো বোন যুক্তরাজ্য প্রবাসী গীতি আরা ফাতেমা হাবিবের দাফন সম্পন্ন হয়েছে। তিনি গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেটে ইন্তেকাল করেন। গীতি আরা ফাতেমা নগরীর নয়াসড়ক নিবাসী মরহুম ডা. এ রসুলের কন্যা ও মরহুম হাবিব উজ জামানের স্ত্রী।
আজ রোববার বাদ জুমা দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়। গীতি আরা ফাতেমা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন।