রোটারির আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে –পিডিজি শহিদ আহমদ চৌধুরী
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৭:০০ মিনিটরোটারি জেলা ৩২৮২-এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর শহিদ আহমদ চৌধুরী বলেছেন, মানবসেবায় রোটারি আন্দোলন বিশ্বব্যাপী সমাদৃত, সেবার এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে রোটারির আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
সিলেটের প্রাচীনতম সার্ভিস ক্লাব রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল সমাজের বিভিন্ন পেশা এবং ধর্ম-মতের মানুষকে একত্রিত করে রোটারির সেবার আন্দোলনকে বেগবান করতে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজের বিভিন্ন পেশা, ধর্ম-মতেরর মানুষকে সম্পৃক্ত করতে পারলে কাংখিত লক্ষ্য অর্জন করা সম্ভব।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের মেম্বারশিপ এবং নিউক্লাব ডেভেলপমেন্ট সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্যকালে তিনি একথা বলেন। গতকাল রোববার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টেুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী পিএইচএফ-এ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান সিদ্দিকুর রহমান পিএইচএফ, পিপি রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান নানু আরএফএসএম, পি পি রোটারিয়ান আবুল মুকিত আরএফএসএম, পি পি রোটারিয়ান এম এ রহিম আরএফএসএম, পিপি রোটারিয়ান রুহেল আলম আরএফএসএম, পিপি রোটারিয়ান বিকাশ কান্তি দাশ পিএইচএফ, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী আরএফএসএম, রোটারিয়ান আব্দুর রহমান আরএফএসএম, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান আরএফএসএম, রোটারিয়ান ইমদাদ হোসেন আরএফএসএম, রোটারিয়ান শিশির সরকার আরএফএসএম, রোটারিয়ান আমিরুল ইসলাম সুমন আরএফএস প্রমুখ।