রোটারি ক্লাব সিলেট অরেঞ্জ সিটির উদোগে নগরীর দক্ষিন সুরমার ৪০নং ওয়ার্ডের হাজি ইছরাব আলী স্কুল এন্ড কলেজ প্রাঙনে ৩টি প্রজেক্ট সম্পন্ন হয়। সারা দেশে মহামারি আকার ধারন করা ডেঙ্গু’র প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার লক্ষ্য কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙনে রোপন করা হয় পরিবেশ বন্ধু গাছ। এছাড়া সুপেয় পানীয় জলের অভাব মেটানোর লক্ষে স্থানীয় বাসিন্দার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। রোটারি ক্লাব সিলেট অরেঞ্জ সিটির প্রেসিডেন্ট জাবেদ আহমদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার জনাব লিটন আহমদ, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রেজাউল করিম রাজন, সাইফুল ইসলাম রিপন, আব্দুল আলিম, এহতেশাম হাসান লয়েছ, ইকবাল হোসেন লিটু, ফকরুল ইসলাম। ক্লাবের অনন্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এরিয়া ডাইরেক্টর পিপি একেএম সামছুল হক দিপু, এসিস্ট্যান্ট গভর্ণর পিপি শাহীন আহমেদ, আইপিপি আমান উদ্দিন আহমেদ, ট্রেজারার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।