প্রবাসী কমিউনিটি নেতা মুহি আহাদ বিমানবন্দরে সংবর্ধিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৭:৩৪ মিনিট
বিশিষ্ট সমাজসেবী ফয়জুর রহমান শিকদারের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও ব্যবসায়ী মুহি আহাদ ও তার পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৫ আগষ্ট শুক্রবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাবু মিয়া, ইসতাক আহমদ প্রমুখ। সংবর্ধনা গ্রহণ এক সংক্ষিপ্ত বক্তব্য মুহি আহাদ বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের কষ্টাজিত রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দেশে প্রবাসীদের সম্মানিত করলে, তাঁরা দেশ প্রেমে আরো বেশি উৎসাহিত হবেন। নিজ নিজ অথবা যৌথ উদ্যোগে দেশে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাবে।