প্রিয়জনদের ভালোবাসাসিক্ত তরুণ সাংবাদিক তানভীর
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৭:১৫ মিনিট
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার, তরুন সংগঠক ও সাংবাদিক তানভীর আহমদ জাকির এর ২৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৭ আগষ্ট বুধবার সন্ধ্যায় পিউরিয়া ছাতক শাখায় একঝাঁক তরুনের উদ্যোগে তাৎক্ষণিক এই আয়োজন করা হয়। নিজের ২৬তম জন্মদিনের বিষয়ে সাংবাদিক তানভীর আহমদ জাকির বলেন, এই অল্প বয়সে সবার যে অকৃত্রিম ভালবাসা আমি পেয়েছি তা অসামান্য।
সবার ভালবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ‘আমি যা জানি তা সবসময় মানুষকে জানানোর চেষ্টা করি। অন্যের থেকে নিজের অজানাকে আবিষ্কার করার চেষ্টা করি। এই অল্প বয়সে সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু করার চেষ্টা করেছি এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় সারোয়ার ইসলাম বাবলু, আর কে রেজাউল, সোহানুর রহমান, রানা মিয়া, আলেক হাসান জনি, হাসান উর রহমান, আব্দুল্লাহ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৭ আগষ্ট সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার চরেরবন্দ গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তানভীর আহমদ জাকির। শিক্ষা জিবনের শুরুতে চরেরবন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়, তাক্বভিয়াতুল ইসলাম নোয়াগাও গনেশপুর মাদ্রাসা, মোগলপাড়া মিফতাহুল উলুম মাদ্রাসা, ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চতুর্থ শ্রেণি থেকে শুরু করে দাখিল পর্যন্ত অধ্যয়ন করেন। পরে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ঢাকা আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত রয়েছেন। তানভীর আহমদ জাকির ২০১১ সাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত হয়ে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন এবং ২০১৩ সালে সামাজিক বন্ধু সংগঠন ছাতক একতা ফ্রেন্ডস্টাফ ও সাংস্কৃতিক সংগঠন একতা শিল্পী গোষ্ঠী নামে এই দু’টি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সর্বশেষ নিজ গ্রামের মেধাবী শিক্ষার্থীদের সাথে নিয়ে অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার জন্য ২০১৯ সালে চরেরবন্দ স্টুডেন্ট ফোরাম নামে একটি ছাত্র সংগঠন গঠন করেন।