শাল্লায় এসইডিপি’র কর্মশালা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ১১:৫০ মিনিটশাল্লা প্রতিনিধিঃ
পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSI)- স্কিম সেকন্ডারি এডুকেশন এর আওতায় ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় শিক্ষা মন্ত্রণালয়াধীন সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে,৩০শে মঙ্গলবার শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস। কর্মশালায় বক্তাগণ শিক্ষার প্রধান বেইজড হল প্রাথমিক ও নৈতিক শিক্ষা, বর্তমানে প্রাথমিক শিক্ষার অবস্থা বেহাল, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে উল্লেখ করে শিক্ষার উন্নয়নে বিস্তর বক্তব্য প্রদান করেন। এছাড়া উক্ত কর্মশালায় উপজেলার ৬টি স্কুলে অনুদান পাওয়ার তত্ত্ব জানিয়ে কর্মশালায় PBGSI এর অবদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ। কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।