সিসিক নির্বাচনে মেয়র পদে যাদের মনোনয়ন বৈধ হলো
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ১:০৮ মিনিটসিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের ।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় সিলেট জালালাবাদ গ্যাস অফিসের হলরুমে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে নানা কারণে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে । ঘোষণার সময় প্রার্থী তাদের সমর্থক এবং প্রস্তাবকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
যাছাই-বাছাই শেষে যে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈঘ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, জাকের পার্টির জহিরুল ইসলাম, মো. আব্দুল হানিফ কুটু, মো. সালাউদ্দিন লিমন প্রমুখ।
বিভিন্ন কারণে যে সকল মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা সকলে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা হলেন. আবদুল মান্নান খান, শামছুনুর তালুকদার, মৌলানা জাহিদ উদ্দিন, মো. শাহাজাহান মিয়া, মোস্তফা আহমেদ রউফ মোস্তফা।