পাহাড়ি ধলাই নদী
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৭:৫৫ মিনিট
মিলু কাশেম :
মেঘালয় থেকে পাহাড়ি ধলাই নদী
সীমান্ত বাধা পেরিয়ে বইছে নিরবধি ।
নদীর বুকে আছে পাথর বালুর খনি
প্রকৃতির অপার দানে গরীব হয় ধনী।
অপরূপা ভোলাগঞ্জ ধলাই নদীর তীরে
কত মানুষ বসত করে এই জনপদ ঘিরে ।
ধলাই তীরে সাদাপাথর কি অপরূপ শোভা
পর্যটকের নয়ন জুড়ায় দারুণ মনোলোভা।
আঁকাবাঁকা বইছে ধলাই গ্রাম জনপদ ছাড়ি
চলছে দেখো পাথর বোঝাই নৌকা সারি সারি।
সিলেট সেরা সেতু দেখি ধলাই নদীর বুকে
যোগাযোগের উন্নতি তে এলাকাবাসী সুখে।
ধলাই তীরে মেঘ পাহাড়ের কি অপরূপ খেলা
প্রতিদিন তাই সাদা পাথরে পর্যটকের মেলা।
বৃষ্টিভেজা চেরাপুঞ্জি ভোলাগঞ্জের পাশে
আকাশ জুড়ে মেঘের ভেলা সকাল দুপুর ভাসে।
ধলাই নদী সচল রাখে দেশের অর্থনীতির চাকা
নদীর সাথে জীবন যাপন ভালবাসায় মাখা।
—————————-
ছবি- মিলু কাশেম