তোমাকে ভেবেছি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৩, ৯:৪৬ মিনিট
নাঈমুল ইসলাম গুলজার :
তোমাকে ভেবেছি কিচির-মিচির দোয়েল-শ্যামার গান
ফাগুনের দিনে ডালে ডালে বসা কোকিলের কুহুতান
পাকা পেয়ারাকে ঠুকরিয়ে খাওয়া বুলবুলিদের মন
তোমাকে ভেবেছি চড়ুই পাখির অদ্ভূত আলাপন।
তোমাকে ভেবেছি রংভরা মনে ভেজা বকুলের ঘ্রাণ
কৃষ্ণচূড়ার লাল রঙে থাকা প্রেমময় আহবান
শিমুল-পলাশ, গোলাপ-জবার নিদারুণ উৎসব
তোমাকে ভেবেছি বাগানবিলাস, মোহময় সৌরভ।
তোমাকে ভেবেছি নির্ভয়ে চলা আগুনপাখির দল
দ্বিধাহীনভাবে নিজের ভাবনা প্রকাশের সেই বল
স্বাধীনতা, আমি তোমাকে ভেবেছি আমার গানের সুর
যেই গানে সব প্রাণে প্রাণে হয় উল্লাস ভরপুর।