সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী বিষয়ে মতবিনিময় সভা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ১১:১৮ মিনিটসিলেট সিটি কর্পোরেশনকে স্মার্ট ও আধুনিক পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে নগরীর বিশিষ্টজনদের মতবিনিময় গত ১৮ মার্চ শনিবার রাতে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর চরুগাঁওস্থ বাসায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সুধিজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট নগরীতে কি কোন নেতৃত্বদানকারী ব্যক্তি নেই, যে সিটি করর্পোরেশনের হাল ধরতে পারবে! বক্তারা বলেন, নগরীর মাটি ও মানুষের সাথে যার সম্পর্কে আছে, এমন লোক সিলেট সিটি করর্পোরেশনের নেতৃত্বে আসুক। সভায় মেয়র পদে নির্বাচনে সঠিক ব্যক্তিকে খোঁজের বের করার লক্ষ্যে সিলেটের ব্যবসায়ী সমাজ, চাকুরীজীবী, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন সহ নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তি ও কর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান, রোটারিয়ান দেলোয়ার হোসেন চুনু, সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু, হুরায়রা ফতার হোসেন, রোটারিয়ান দিলোয়ার হোসেন, হুমায়ুন মজিদ টিটু, মুছা রেজা চৌধুরী, আফতাব উদ্দিন, বিলাল উদ্দিন সহ আরো অনেকে।