মুদ্রণশিল্পীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন …..মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ মিনিট
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির অফিস উদ্বোধন করছেন সিটি মেয়র আরিফুল হক চৌাধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মুদ্রণশিল্পের প্রসারে দেশে সমৃদ্ধি অর্জন হয়। মুদ্রণ শিল্প নিয়ে যারা কাজ করছেন, তারাও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির অফিস উদ্বোধনের এ উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি, তাদের মাধ্যমে সিলেটের মুদ্রণশিল্প অনেক দূর এগিয়ে যাবে।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে রোববার (২৬ ফেব্রুয়ারি) নগরীর সিটি বাণিজ্যিক ভবনে বিকাল তিনটায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা তারেক আহমদ চৌধুরী, উপদেষ্টা গোলাম আজম, সিলেট মুদ্রায়ণের স্বত্বাধিকারী ফজলে রাব্বি, সুরমা সিটিপির স্বত্বাধিকারী আজহারুল ইসলাম চৌধুরী, খান প্রিন্টার্সের স্বত্বাধিকারী লিটন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাল আহমদ, নাজমুল ইসলাম, ফয়সল আহমদ, ফারুক আহমদ, সমকাল প্রেসের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, কাশেম জনি প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ অর্থ সম্পাদক ক্বারী মাওলানা শাহিনুর রশিদ শাহিন। দোয়া মাহফিলের মাধ্যমে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী সমিতির অফিস উদ্বোধনের ঘোষণা দেন।