সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৯:১১ মিনিটসিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবাজিৎ সিংহ বলেছেন, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের দেয়া সুবিধা গ্রহন করে প্রতিবন্ধীরাও সুস্থ সবল মানুষের মত শিক্ষা, চিকিৎসা, চাকরি সহ সর্বক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের সেবা ও জীবন মান উন্নয়নে মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া সংগঠন জিডিএফ সিলেটের সকল মানবিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে এ সংগঠন মত অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এইচ.এম ইসরাঈল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।
জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্প ও কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সুরমা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী অনিতা সিনহা।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে জিডিএফ’র কার্যাক্রম ও পরিচিতি পাঠ করেন ব্যবস্থাপক স্বপন মাহমুদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, অভিভাবক সমাজসেবী আব্দুল কুদ্দুস তালুকদার, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিক নমিতা রাণী দে, শিক্ষক আব্দুস সালাম, সুপার ভাইজার রায়হান খান, বাদ্য যন্ত্র শিক্ষক ওয়াসিম আহমদ সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, বিশেষ জনগোষ্ঠীর অধিকার আদায়ে জাতীয় পর্যায়ের ব্যক্তি মরহুম মোঃ রজব আলী খান নজিব তার হাতে গড়া সংগঠন জিডিএফ’র মাধ্যমে প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জিডিএফ দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে।