এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’র আলোচনা সভা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৫ মিনিটবৈজ্ঞানিক অধিবেশন সিলেট চ্যাপ্টার ২০২৩ এমবিবিএস এনাটমি কারিকুলাম বাস্তবায়নে অপারেশনাল ম্যানুয়াল ব্যবহার উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পঙ্কজ পাল এর সভাপতিত্বে ও ডিপারমেন্ট অফ এনাটমির প্রফেসর খন্দকার মানজারে শামীম এর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর শামিম আরা, সহ সভাপতি প্রফেসর হুমায়রা নওশাবা, প্রফেসর উত্তম কুমার পাল, প্রফেসর শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক ডা. এ এইচ এম মোস্তফা কামাল, ট্রেজারার প্রফেসর সেগুপ্তা কিশওয়ারা, যুগ্ম সচিব প্রফেসর খন্দকার আবু রায়হান, প্রফেসর এফ এ এম হুসানুল বান্না, প্রফেসর মুশফিকা রহমান, বৈজ্ঞানিক সচিব প্রফেসর রুকসানা আহমদ, অফিস সচিব ডা. টুনাজ্জিনা কাওছার, প্রচার সম্পাদক ডা. লাল্লা ফারজানা খান, সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর রিতা রানী শাহা, কল্যাণ সচিব প্রফেসর আনজুমান নাহার, সদস্য প্রফেসর এস এম একরাম হুসাইন, প্রফেসর মো. আবু তাহের, প্রফেসর মো. আসাদ হুসাইন, প্রফেসর এ বি এম ওমর ফারুক, প্রফেসর মো. শামীম আহমদ, প্রফেসর নাহিদ ফারহানা আমিন, ডা. ফারহানা আক্তার, ডা. আশরাফুল আজমল, ডা. মো. তওহিদুল আলম, ডা. সাজনা শাহরিন চৌধুরী, ডা. মো. মুহিবুল হোসেন খান, ডা. তানভির ফয়সল প্রমুখ।