হুজুররা হলেন সমাজের পথ প্রদর্শক …….অধ্যাপক মো: জাকির হোসেন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ মিনিট
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সারা বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছে দেয়। সেই শান্তির ধর্ম ইসলামকে প্রসারের জন্য হুজুররা নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। হুজুররা হলেন সমাজের পথ প্রদর্শক। তাদের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা কায়েম হতে পারে। ইসলামকে
আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কাজ করে যাচ্ছেন। তিনি কাওমি মাদ্রাসাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন। নিজস্ব অর্থায়নে ৫০০ টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো করা হবে। এভাবে করেই ইসলামের প্রসার অব্যাহত থাকবে। ২দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য তিনি আয়োজকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি উপস্থিত ময়মুরুব্বি ও মুসল্লীদের কাছে দোয়া চান যাতে তিনি মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে পারেন। তিনি ২দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে আমন্ত্রণ রক্ষা করার তৌফিক লাভ করায়, মহান আল্লাহতালার দরবারে লাখ শুকরিয়া আদায় করেন।
রবিবার রাত ৯ টায়
সিলেটের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী মাদ্রাসা জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার ২দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, কার্যনির্বাহী সদস্য ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, ২৫ ও ২৬, ২৭ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক আনসার আহমদ কয়েছ, আব্দুস সালাম শাহেদ, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ, সজীব আহমদ প্রমুখ।