৬০-এ সেলিম আউয়াল
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৫:৩৮ মিনিট
লিখতে পারি কিবা এমন কাটছে একেক দিন
শ্রদ্ধা ভরে করছি স্মরণ শোধ হবেনা ঋণ
টিকটিকিও ঠিক বলে যায় মিলায় আপন মত
আজ মিলনের শুভক্ষনে ভাসাই খুশীর রথ
কাটুকনা দিন অমনি করে নেইতো মনে ফন্দি
ন্যায়নিষ্ঠ ও সত্য অবিচল হওনি কোথাও বন্দী
লিখতে পারি কিবা এমন থাকনা ফ্রেমে বাঁধা
স্বপ্ন ভরাট দুচোখ জুড়ে অন্তরে নেই কাদা
নেই ভেদাভেদ ছোটো বড়য় দশে মিলে করো কাজ
এগিয়ে চলো সম্মুখ পানে নেইতো মনে লাজ
অশ্রু ভেজাও দু আঁখিতে বাস্তবে দিক ধরা
স্বপ্ন ভরাট হৃদয় মাঝে আদর্শ পথ গড়া
লিখতে পারি কিবা এমন আমি স্তম্ভিত বোবা
সাহিত্য কর্ম মুল্যায়ন সভা পাচ্ছে কেমন শোভা
বসছে আসর বিদগ্ধজনে কাঁপছে ভয়ে বুক
লিখে গেলাম দু’চার চয়ন আসুক মনে সুখ
সেদিন ছিলো দশ জানুয়ারি দু’হাজার তেইশ সাল
ষাট বছরে পদার্পণ হন গল্পকার সেলিম আউয়াল।