আওয়ামী লীগ এদেশের মানুষের উন্নয়নে কাজ করে
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৯:৩১ মিনিটগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিদেশে থেকে শেখ হাসিনাকে হুমকি দিয়ে ক্ষমতা থেকে সরাতে পারবেন্না। দেশে আসুন, কথা বলুন, পরিবেশ তৈরি করুন।
আওয়ামী লীগ এদেশের মানুষের উন্নয়নে কাজ করে। আগে সৌদি আরব আমাদের দেশকে মিসকিন বলহতো। এখন আমাদেরকে আহলান সাহলান বলে। দেশে এখন উন্নয়নের মহোসব চলছে। আরো হবে। তবে শর্ত একটাই শেখ হাসিনার দলকে ক্ষমতায় রাখতে হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাছিপুরস্থ উম্মাহ ইন্সটিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উম্মাহ আপিল এর চেয়ারম্যান এম এ মতিন এর সভাপতিত্বে ও ফাউন্ডার মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উম্মাহ আপিল এর ফাউন্ডার আব্দুল আলিম মুসা, আব্দুল্লাহ নইমুদ্দিন, হারুনুর রশীদ ও আব্দুল বাকি, কুয়েত বেইসড অর্গানাইজেশন সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট এডুকেশন এ্যাভাইজার প্রফেসর আহসান উল্লাহ মিয়া, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল একে এম আবু বকর সিদ্দিক, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম হাবিবউল্লাহ সেলিম, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান সানাম, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামূল হক, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সামসুল হক, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, আতাউর রহমান, আক্তার হোসেন প্রমুখ।