আইএফআইসি ব্যাংক সিলেটের কম্বল ও সবজি চারা বিতরণ
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৪:৩৯ মিনিট
ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে
মানুষের কল্যাণে আইএফআইসি ব্যাংক কাজ করে যাচ্ছে
আইএফআইসি ব্যাংক লিমিটেড সিলেট শাখার উদ্যোগে শীর্তাত মানৃুষদের মধ্যে কম্বল ও মৌসুমি সবজি চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন মানুষের মধ্যে কম্বল ও সবজি চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লালদিঘীরপাড় শাখা ব্যবস্থাপক এম.এ কাইয়ূম চৌধুরী। এসময় তিনি বলেন, আইএফআইসি ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টর নয়, কর্পোরেট দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে ও সামাজিক প্রতিষ্ঠায় আইএফআইসি ব্যাংক নিরলস চেষ্ঠা চালাচ্ছে। বিগত করোনা মহামারী এবং ভয়াবহ বন্যার সময়ও ব্যাংকিং সেক্টর থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।
এসময় আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল হক, আশরাফ আমীন, আশফাক আহমদ, মো. আবুল কালাম আজাদ, শফিউর রহমান চৌধুরী, মো. শাহাব উদ্দিন, মো. শহিদুল্লাহ পাটোয়ারী, ফাহমিদা রায়হান, ওমর ফারুক মিষ্টো, মোহাম্মদ উল্লাহ প্রমূখ।