অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের সংবর্ধনা প্রদান
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৯:৫৭ মিনিট
বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের উদ্যোগে সিবিএর প্রাক্তন সভাপতি অবসরপ্রাপ্ত ডিজিএম(ক্যাশ) মোঃ আশরাফ হোসেন, অবসরপ্রপ্ক অতিরিক্ত পরিচালক নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ ও অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ এর সস্মানে এক সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। কর্মচারী সংঘের সভাপতি মোঃ নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক হলুদ দলের সভাপতি অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক সুভেন্দু কুমার দেব। কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মচারী সংঘের প্রাক্তন সভাপতি মোঃ আব্দুল মতিন, মোঃ আব্দুল জব্বার, কাজী মোঃ আলী আক্কাস, কর্মচারী সংঘের কার্যকরী সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোঃ আশরাফ হোসেন ও পরেশ চন্দ্র দেবনাথ কে ক্রেস্ট এবং পদোন্নতিপ্রাপ্ত অফিসার কামরুল হোসেন সরকার ও আবু হেনা মোঃ ফারহান কে ফুলেল শুভেচছা জানানো হয়। ভারতের কলকাতায় চিকিৎসাধীন থাকায় নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থের সুস্থতার জন্য দোয়া করা হয়। পরে উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।