হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে নতুন এক মাত্রা যোগ করেছিলেন ছড়াকার মুজিবুর রহমান শাহীন
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ১২:৪৪ মিনিট
বিশিষ্ট ছড়াকার, সংগঠক, কর আইনজীবী, ছড়া পরিষদ সিলেট এর সভাপতি মোঃ মুজিবুর রহমান শাহীন বলেছেন নন্দিত কথা সাহিত্যিক ড. হুমায়ুন আহমদ বাংলা সাহিত্যে নতুন এক নতুন মাত্রা যোগ করেছিলেন। তাঁর সহজ সরল ক্ষুরধার লেখনী সাধারণ পাঠক সানন্দে গ্রহণ করেছিলো। বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নাটক, সিনেমা নির্মাণেও হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য। তাঁর রেখে যাওয়া শিল্পকর্ম তাঁকে অমর করে রাখবে যুগ যুগান্তর ধরে।


সাইক্লোন সদস্য সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথির পরিচালনায় বক্তব্য রাখেন ছড়া পরিষদ, সিলেট এর সহসভাপতি ছড়াকার অজিত রায় ভজন, সাধারণ সম্পাদক ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, সাইক্লোন, সিলেট এর প্রাক্তন সভাপতি মোয়াজ আফসার, সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, পরিচালকঃঅর্থ সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ আশরাফ হোসেন (জামান), সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গোলজার আহমদ, কবি কামাল আহমদ, ব্যাংকার ও কবি শাহেদ আব্দুর রকির, জুবের আহমদ সার্জন, আব্দুল গফ্ফার উমরা মিয়া, কবি ছয়ফুল আলম পারুল প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন বিমান বিহারি দাস ও সাজিদুর রহমান। অনুষ্ঠানে অতিথিদের সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন তাঁর সম্পাদিত “জানুবিবির মসজিদ” গ্রন্থটি উপহার প্রদান করেন।