কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ মানবতার কল্যাণে নিবেদিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২২, ৯:৪৬ মিনিট
সিলেটের গণমানুষের নেতা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ডিজিটালের প্রযুক্তি ছোঁয়া যখন আজকের বিশ্বায়নের যুগে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে মানবতার কল্যাণ এবং জনগণের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতায় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ আর্ত মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।
তিনি গত ২২ নভেম্বর মঙ্গলবার রাতে সিলেট নগরীর পানসী ইন হোটেল হলরুমে সুনামগঞ্জের দিরাই উপজেলাধিন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ আয়োজিত বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সিলেট কেন্দ্রীয় গণকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী হেলনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, প্রবাসীরা সমাজসেবা আত্মীয়-স্বজন সহ দেশের বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ যোগ্য ব্যক্তিদের সংবর্ধনা দিয়ে সঠিক মূল্যায়ন এবং উৎসাহিত করায় গ্রুপের ভূয়সি প্রশংসা করেন।
সুনামগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াদুদ খানের সভাপতিত্বে ও কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন আখলাক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এডভোকেট শামসুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন চৌধুরী হেলন। বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, জালালী পার্টি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনোয়ার চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বিজিত লাল দাস, তাহিরপুর সমিতির সভাপতি তারা মিয়া প্রমুখ।
কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন দিদার আহমদ সেবা মূলক কাজের তথ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্যের মধ্যে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল ওদুদ খান, ওয়াসিদ হাসান, শিহাব আহমদ, এসএম উমেদ আলী, মাজহারুল ইসলাম, সালমান ফার্সি, শাহিন আহমদ, সুজন আহমদ, তাওহিদ চৌধুরী, করিম উল্লাহ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান চৌধুরী, মোঃ সামীর চৌধুরী, মামুন চৌধুরী, রাজিব চৌধুরী, মোস্তাক লিংকন, খাইরুজ্জামান চৌধুরী, আবুল খয়ের চৌধুরী প্রমুখ।