বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতল বৃষ্টি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২২, ৪:৫২ মিনিটআগামী ২৪শে অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। সুপার টুয়েলভ শুরুর আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ ছিল বাংলাদেশর। তবে আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে সূচনীয় ভাবে হেরেছে টাইগাররা । ১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে মাত্র ৯৮ রান করে সাকিব আল হাসানের দল। ৬২ রানে ম্যাচ জিতে আফগানরা। এবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ (বুধবার) বৃষ্টির কারণে ব্রিজবেনে হওয়া পাকিস্তান-আফগানিস্তানের ওয়ার্ম-আপ ম্যাচের ফল হয়নি। একই ভেন্যুতে দুপুর ২টায় অনুশীলন ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। বৃষ্টি না থামায় প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না টাইগারদের।
সূত্র:মানবজমিন