তালামীয কমলগঞ্জ উপজেলার ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২২, ১০:১৪ মিনিটঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার উদ্যোগে ১৬ অক্টোবর (রবিবার) রাসুলপ্রেমিক ছাত্র-জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’। র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল সাড়ে ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত হয় র্যালি পূর্ববর্তী আলোচনা। যুহরের পরে বের হয় মুবারক র্যালি। প্রিয়নবী (সা.) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসুল ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সুলতান আহমদ। র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে প্রথমে আমাদের নিজেদেকে আদর্শবান হতে হবে। ঘর থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যন্ত আদর্শবান মানুষ গড়ে তুলতে হবে। আমরা যদি আদর্শবান মানুষ গড়তে পারি, তাহলে আগামীতে বাংলাদেশের নেতৃত্বে যারাই আসবেন, তারা হবেন আদর্শবান শাসক। আর জাতির শাসক যদি আদর্শবান হোন, তাহলে এই জাতিকে উন্নতির শিখর থেকে কেউ নামাতে পারবে না।
তিনি আরো বলেন, আদর্শবান মানুষ গড়ার জন্য বিশ্বনবীরর অনুপম চরিত্র অনুসরনের কোনো বিকল্প নেই। নিজকে একজন আদর্শবান মানুষ ও আগামীর বাংলাদেশকে আদর্শবান জাতি উপহার দিতে হলে নবীজির অনুপম চরিত্রের চর্চা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
শাখা সভাপতি শফিকুল ইসলাম বুলবুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হোসাইন ফয়ছল, সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রাফি ও পৌর তালামীযের সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিয আলাউর রহমান টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক এম. এ জলিল, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, জেলা তালামীযের সভাপতি এম. কাওছার আহমদ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মোহাইমিন ফাহাদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি কাজী আলম চৌধুরী, পৌর আল ইসলাহ’র সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক এম. এ শিহাব, সাংগঠনিক সম্পাদক মাও. নজরুল ইসলাম, জেলা তালামীযের সহ-অফিস সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি নাসির আহমদ, আব্দুর রকিব, পৌর তালামীযের সহ-সভাপতি সৈয়দ তৌফিক এলাহি, তুহিন আহমদ, কমলগঞ্জ সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক নাজিম আলী প্রমুখ।
বার্তা প্রেরক
সাইদুল হুসাইন ফয়সল
সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা
০১৫১৬-৭৪০৭৪২