মেঘেও নেই এতো কালি
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২২, ৭:১৫ মিনিট
সজীব মোহাম্মদ আরিফ
অস্ফুট মনটা তোমার কুয়াসাময় ভোর
আগাগোড়া রহস্যময় যায়না পাওয়া দোর।
হাজার পাখি বসত গড়ে বাঁধে সুখের নীড়
পা বাড়ালেই আমার দিকে ছুড়ে মারো তীর।
বিদ্ধ হৃদয় মৃত প্রায় তবু তোমায় ছোটে
বিনিময়ে শুধু একরাশ কাটার আঘাত জোটে।
সেই আঘাতে রক্ত ঝরে ঝর্ণা ধারা মতো
মেঘে ও নেই এতো কালি তোমার মনে যতো।
বজ্র হয়ে তাইতো তুমি আমার বুকে আসো
মনটা রেখে অন্য ঘরে বলো ভালোবাসো।
করো না আর প্রতারণা দিওনা যন্ত্রণা
মনটা থেকে মুছে ফেলো সকল কূ-মন্ত্রনা।
ফ্রেশ মনে কাছে এসে আপন করে নাও
যাবার যদি চিরতরে দুরে চলে যাও।
ব্রাহ্মণবাড়িয়া
০৪/০৩/২০২২
রাত ১২:১২