মুহাম্মদ রাসুল (সঃ)
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২২, ৮:৪১ মিনিট
শাহ সরোয়ার আলী
/
এই সুন্দর পৃথিবী আর ওই
সুন্দর সৃষ্টি কূল
কার অছিলায় হলো সৃষ্টি
কে বা ই তার মূল
তাকে তুমি না জানিলে সব বাকী জানার
তিনি মুহাম্মদ রাসুল, প্রিয় নবী যে আমার।
যার নামেতে পড়লে দুরুদ
আল্লাহ খুশি হন
তার অছিলায় শাফায়াত ও
আছে এমন পণ
তাকে তুমি ভুলে থাকলে, সবই তোমার ভুল
তিনি মুহাম্মদ রাসুল, তিনি মুহাম্মদ রাসুল।
কতো নবী আফসোস করলেন
হতে তার উম্মত
আমরা হলাম সু-ভাগ্যবান
পেয়ে তার ওই পথ
তার দেখানো পথেই মোরা শান্তি খোঁজে পাই
ইসলাম ছাড়া আর কোথাও নাইরে শান্তি নাই।
সেই নবীজির জন্মদিনে
বিশ্ব মাতোয়ারা
তার উপরে পড়লে দুরুদ
খুশি আল্লাহ তা’লা
সেই নবীজি বিশ্ব ধরায় পবিত্র এক ফুল
যার সুবাদে সুবাসিত সারা বিশ্ব কূল
তিনি মুহাম্মদ রাসুল, তিনি মুহাম্মদ রাসুল
তিনি মুহাম্মদ রাসুল, তিনি মুহাম্মদ রাসুল।।
/
২৭০৯২২