মানবিক চেতনা সমৃদ্ধ কবি তাবেদার রসুল বকুল
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২২, ৯:৩৫ মিনিট
তাসলিমা খানম বীথি :
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল। লেখালেখি দীর্ঘদিন। অনেকেই বই বের করার জন্য তাগিদ দিচ্ছিলেন। বকুল ভাই যুক্তরাজ্য ব্যস্ততার ফাঁকেও খোঁজ নেন। যে কোন বিষয় তিনি সুপরার্মশ দেন। এই শহরে আমার আপজনদের সংখ্যা অনেকে হলেও যিনি আমার লেখার বইটি বের করতে সবচে বেশি তাগিদ দিয়েছেন প্রেরণা ও সাহন সহযোগিতা করেছেন সেই প্রিয় মানুষ শ্রদ্ধেয় কবি তাবেদার রসুল বকুল ভাই আজ তার জন্মদিন। তার এই নব বসন্তের দিনে কিছু অনুভুতি।
2. একজন প্রবাসী কবি, নিরলস গবেষক ও নিষ্ঠাবান সংগঠক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবি তাবেদার রসুল বকুল ইতিমধ্যে জীবনের হাফ সেঞ্চুরী অনেক আগেই পূরণ করে ফেলেছেন। তাকে দেখলে মনে হয় পঞ্চাশে পা রাখতে এখনো অনেক দেরি। এখনো তিনি হাসিখুশি, প্রাণবন্ত ও টগবগে তরুণ। আমি যতই দেখি ততই মুগ্ধ হই। কারণ পৃথিবীতে সবারই লুকানো কিছু কষ্ট থাকে। কিন্তু এই প্রাণবন্ত মানুষটিকে পৃথিবীর কোন কষ্ট যেনো স্পর্শ করতে পারে না। সারাক্ষণ তার মুখে একফালি হাসি লেগে থাকে। যুক্তরাজ্য প্রবাসী হলেও কখনোই তা মনে হয় না। চোখের পলকে দেশে আসেন আবার চলে যান। তিনি প্রায় বলেন ‘আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখি মানুষ’। পৃথিবীর কতজন সাহস করে বলতে পারে ‘আমি একজন সুখি মানুষ’। কিন্তু তিনি সবসময় নিজেকে সুখি মানুষ হিসেবে ভাবেন। সুখি মানুষ হিসেবে ভাবাটাই অনেক কঠিন ব্যাপার।
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবি তাবেদার রসুল বকুলের সাথে পরিচয় সিফডিয়ার মাধ্যমে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটি হচ্ছে সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাসমিডিয়া (সিফডিয়া)। সিফডিয়ার কর্মীরাই বর্তমানে সিলেটের প্রথম অনলাইন দৈনিক সিলেট এক্সপ্রেস ডট কম প্রকাশ করছে। সিফডিয়ায় মিডিয়াকর্মী হিসেবে কাজ করার সুবাদে তার সাথে পরিচয়।
3. তার কবিতা যে কেউ পছন্দ করবে। ”নগরে নিজের বলে কেউ থাকে না” বইটি কবিতা আমাকে মুগ্ধ করে। সহজ সরলভাবে তিনি মনের ভাব প্রকাশ করেছেন কবিতার মধ্যে। আমি লেখকদের সৃষ্টিশীলতাকে শ্রদ্ধা করি। কবি তাবেদার রসুল বকুল পঞ্চাশটি অধিক বসন্তের দেখা এক অভিজ্ঞ ব্যক্তি। তাঁর জন্মদিনে আরো পঞ্চাশটি বসন্ত জমা হোক। রাব্বুল আলামীনের কাছে আমার এ প্রার্থনা। বকুল ভাই ও প্রিয় ভাবী ফারহানা রসুল দুজনেই ভীষণ স্নেহ করেন। তাদের এই স্নেহ ভালোবাসা আমাকে আপ্লুত করে। দুজনের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।শুভ জন্মদিন। প্রতিদিন বসন্তময় হোক।
তাসলিমা খানম বীথি
সিলেট
25 সেস্টেম্বর 2022