জোয়ার ভাটা
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২২, ৯:০২ মিনিট
সজীব মোহাম্মদ আরিফ :
তুমি অনেক বদলে গেছো ঠিক যেমন বদলে যায় জলের জীবন
ভাটার শূন্যতা দূর করে ভালোবাসায় ভাসিয়ে দেয় তীব্র বেগে ছুটে আসা যৌবনা জোয়ার ।
ছুটে আসা জলের তোড় মাঠ ঘাট নদ নদী ভরাট করে এগিয়ে যায় লোকালয়ের দিকে
চাঁদ সূর্যের রেষারেষির ফলে বদলে যায় জলের চরিত্র
বদলে যায় গতিবেগ।
আবারও ভাটার বিরহে কাতর হয়ে জোয়ারের অপেক্ষা করে পিপাসার্ত জলপ্রিয়সী।
তুমিও ছুটে এসেছিলে আমার জীবনে
ছুটে এসেছিলে ঘূর্ণিঝড়ের গতি নিয়ে
তীব্র জোয়ারের মত ভরিয়ে দিয়েছিলে মন পবনের চড়
সুখের প্লাবনে ঢেউ তুলে দুলতে দুলতে আমি হারিয়ে গিয়েছিলাম কল্পলোকের ময়ূর সিংহাসনে
তবে যেমন করে ঝরের বেগে এসেছিলে ঠিক তেমনি চলে গেলে নৈঃশব্দ্য টর্নেডোর মতো
শুধু পরে রইলো তোমার আঘাতে বিধ্বস্ত টুকরো টুকরো আহত হৃদয়
জোয়ার এসে যেমন পত্র পল্লবীতে গাঢ় সবুজ করে ভরিয়ে দেয় জলজীবন
আবার ভাটার টানে সব কিছু কেড়ে নিয়ে নিস্প্রাণ মরুভূমির মতো শূন্য করে চলে যায় আপন গন্তব্যে
ঠিক তেমনি জোয়ারের মত এসে তুমি চলে গেলে ভাটার টানে।
স্টেডিয়াম রোড, চাঁদপুর
২৩ সেপ্টেম্বর ২০২২, রবিবার