“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে শাল্লায় মিনা দিবস পালিত
সিলেট এক্সপ্রেস
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২২, ৭:৪২ মিনিট
২৪ সেপ্টেম্বর শনিবার শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ
গণমিলনাতয়নে গল্প বলার আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।
শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত গল্প বলার আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান।
অন্যদিকে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক জাতীয় পর্যায়ে অংক দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জন কারী রিজু দাস, উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে শুভেচ্ছা মেডেল প্রাপ্ত সৌভিক দাশ শায়ন এবং বিভাগীয় সাংস্কৃতিক পর্যায়ে ২য় স্থান অধিকারী দিপালী রাণী দাশ, উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপপুর সঃপ্রাঃবিদ্যালয়,
শ্রেষ্ঠ এসএমসির সভাপতি উৎফল কুমার দাশ বাহাড়া সঃপ্রাঃবিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিউটন তালুকদার পোড়ারপাড় সাঃ প্রাঃ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হেনা রাণী দাস শাশখাই সঃ প্রাঃ বিদ্যালয়, শ্রেষ্ঠ সহঃ শিক্ষক মোস্তাক মিয়া সুলতানপুর সাঃ প্রাঃ বিদ্যালয় ও শ্রেষ্ঠ সহঃ শিক্ষিকা শিল্পী রাণী সরকার আনন্দপুর সঃ প্রাঃ বিদ্যালয়, তাদের মধ্যে শিক্ষার্থীদেরকে ফুলের মালা ও ক্রেষ্ট এবং শিক্ষকেদরকে সার্টিফিকেট ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
বাহাড়া মধ্য হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে শাল্লা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ প্রমূখ মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।